সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কমিটি অনুমোদন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি মো. নুরুজ্জামান জজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাস। বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন চৌধুরী স্বাক্ষরিত বুধবার এ অনুমোদন দেওয়া হয়। বিদায় সংবর্ধনা বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারকে পদোন্নতিজনিত কারণে বিদায় ও নবাগত ইউএনও মুন মুন জাহান লিজার বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ। এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নারী-পুরুষের অধিকার ও সমাজে মানবিক অবক্ষয়সহ নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকালে নেত্রকোনায় নারী ও পুরুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের অজহর রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি শেফালী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা খানম এ্যানী, আন্দোলন সম্পাদিকা সৈয়দা সামছুন্নাহার বিউটি, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু রাণী সরকার, দপ্তর সম্পাদক আফরোজা বেগম, অ্যাডভোকেট তাপস সরকার, স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী চিন্ময় সরকার, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি মিঠুন শর্মা, সম্পাদক পার্থ প্রতীম সরকার প্রমুখ। পোনা বিতরণ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে 'জয় এগ্রো ফার্ম'-এর নিজস্ব ব্যবস্থাপনায় ও জেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মৎস্য চাষে আগ্রহী যুব উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ২০,০০০ মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম ওবায়দুল বাসার, সিনিয়র সহ. মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, জয় এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও যুব বন্ধু খেতাবপ্রাপ্ত জাবেদ ওমর জয়, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সবুজ প্রমুখ। দোয়া মাহফিল মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোলস্নাহাটে শেখ হেলাল উদ্দীন এমপির মা রিজিয়া নাসেরের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। মোলস্নাহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার জুমা নামাজ শেষ এ দোয়া করা হয়। মোলস্নাহাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা জানান-উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অত্র উপজেলার সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জামিনে মুক্তি গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাষ্ট্রীয় কাজে বাধা দানের মামলায় একমাস জেল খাটার পর হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর কারাগার থেকে জামিনে মুক্ত হন গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন শেখ। ২০১৮ সালে পুলিশ বাদী হয়ে করা রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায় গত ২৪ আগস্ট সোমবার রাজবাড়ীর দুই নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন তিনি। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুলস্নাহ জামিন আবেদন নামঞ্জুর করে নিজাম উদ্দিন শেখকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিজাম উদ্দিন শেখ গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আলোচনা সভা আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উন্নয়নসহযোগী সংস্থা ফেন্ডশিপের উদ্যোগে বৃস্পতিবার বিকালে পিপস ভয়েস অব আমতলী মিলনায়তনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেন্ডশিপ সংস্থার জ্যেষ্ঠ প্রকল্প বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মো. জাকির হোসেন, এসএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, প্রেসক্লাস সাধারণ সম্পাদক মো. নুহ আলম নবীন। জলবায়ু অবরোধ শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদ্‌যাপন কমিটি সাতক্ষীরা জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করেছে। অবরোধ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লির্ডাসের লির্ডসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ইসলামিক রিলিফের প্রোগ্রাম অফিসার তাহসীন আজিজ, ইয়োথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়কারী শাহিন বিলস্নাহ, সিডিও ইয়থ টিমের সভাপতি ওসমান গণি সোহাগ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শ্যামনগরের যুব ফোরামের সভাপতি মোমিনূর রহমান, ঐশ্বর্য রায়, সায়ন্তনী মন্ডল, শেফালী পারভীন, রাইসুল ইসলাম প্রমুখ। আহত দুই টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি টঙ্গিবাড়ীতে পূর্বশক্রতার জের ধরে হামলায় মহিলাসহ দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুল ছালেক (৪২) ও তার স্ত্রী শহিদা বেগমকে (৩৫) এলাকাবাসী উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ ঘটনায় আহত আব্দুল ছালেক বৃহস্পতিবার বিকালে বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় তিনজনকে আসামি করে অভিযোগ করেন। টঙ্গিবাড়ী থানা ওসি হারুনুর রশিদ জানান, থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা আদায় কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাসচালককে এগারো হাজার নয়শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পৌরশহরের ফেরিঘাট ও মাছবাজার এলাকায় ব্যবসায়ী ও বাসচালকদের এ জরিমানা করা হয়। এদের মধ্যে ফল ব্যবসায়ী হাসান এবং আবুল কালামকে পাঁচ হাজার করে দশ হাজার, ব্যবসায়ী মোসলেম তালুকদারকে এক হাজার, বাসচালক মোহসীনকে পাঁচশ ও শিমুল দাসকে চারশ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড জগৎবন্ধু মন্ডল। কর্মশালা অনুষ্ঠিত তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভুক্ত এনজিও প্রতিনিধিদের সঙ্গে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রমবিষয়ক দুদিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। চেক বিতরণ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৭ মহিলার মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসের কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এ সময় জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধন বরিশাল অফিস বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপির উপপুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্‌, মো. মোকতার হোসেন, মো. খাইরুল আলম, মো. মনজুরুল করীম, মো. জাকির হোসেন মজুমদার ও মো. জাহাঙ্গীর মলিস্নক প্রমুখ। আলোচনা সভা শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে গোডাউন ও তার আশপাশে কম্পাউন্ডের ভেতর রক্ষিত সরকারি মালামালের হেফাজত ও আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসএসএই শ্রীমঙ্গলের মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুর হোসেন নুরু মিয়া। এ সময় পৌর যুবলীগের সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন পলাশ, সাংবাদিক এম এস আই রুম্মন, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দিদার মিয়া, সাংবাদিক রুপম আচার্য্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আব্দুল কাদির ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ডাস্টবিন স্থাপন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে ডাস্টবিন স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। বৃহস্পতিবার বিকাল থেকে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেন। এ ব্যাপারে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু জানান, পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। ডাস্টবিন থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে তিনি পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে অনুরোধ করেছেন। ডাস্টবিন ব্যবহারে সচেতনতা তৈরিতেও কাজ করবেন বলে জানিয়েছেন ওই ছাত্রনেতা। শিশুর রক্ষা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের শিশু ওয়ার্ডে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেল শিশু ওয়ার্ডের ভর্তি শিশু রোগী ও অভিভাবকরা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের পুরানো বিল্ডিংয়ের দোতালায় শিশু ওয়ার্ডের একটি ফ্যান ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে এসময় কেউ কাছে না থাকায় আহত হয়নি। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, পুরানো হওয়ায় ফ্যান ছিঁড়ে পড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। উচ্ছেদ অভিযান বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বৃহস্পতিবার ৮ নং খাগাউরা ইউনিয়নের তাজপুর মৌজার ১৩.০৬ একর সরকারি খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, সার্ভেয়ার আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। গাঁজাসহ আটক রংপুর প্রতিনিধি মহানগর মাহিগঞ্জ থানার গোদা শিমলা এলাকায় ভুট্টাবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে রংপুরর্ যাব-১৩। এ সময় ট্রাকচালককে আটক করা হয়। শুক্রবারর্ যাব-১৩ সিনিয়র এসপি ও মিডিয়া উইং সিদ্দিক আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুট্টাবাহী ট্রাকটি গোদা শিমলা এলাকায় দাঁড়িয়ে ছিল।র্ যাব সেখানে হানা দিয়ে প্রায় সাড়ে ১৬ কেজি গাঁজা জব্দ করে। এ সময় আটক করা হয় ট্রাকচালক সাখাওয়াত হোসেন ওরফে সাফায়েতকে (২১)। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাঘাতি এলাকার মতিয়ার রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানায়, মাদকদ্রব্য গাঁজা লালমনিরহাটের সীমান্ত এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাইকারি দরে কিনে অভিনব কায়দায় ট্রাকে বহন করে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে সে। তার বিরুদ্ধে মহানগর মাহিগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। প্রতিবাদ সভা বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা এবং সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরে বিজয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, মুক্তিযোদ্ধা এসএমএ খালেক, মুক্তিযোদ্ধা জোতিন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা উদীচী সভাপতি প্রভাষক প্রশান্ত কুমার সেন প্রমুখ। মানববন্ধন সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও সাভারের হিন্দু কিশোরী নীলা রায় হত্যার দ্রম্নত বিচারের দাবিতে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা হিন্দু পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাড পঙ্কজ মলিস্নকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড সোমনাথ ব্যার্নাজি। জেলা হিন্দু পরিষদের সদস্যসচিব সাংবাদিক গোপাল কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, যুব পরিষদের আহ্বায়ক কামনাশীষ মন্ডল. সদস্যসচিব মনোদীপ মন্ডল, ছাত্র পরিষদের আহ্বায়ক ধীমান সরকার, তাপস ঘোষ, তাপস জোয়াদ্দার, প্রশান্ত দাশ, দীপংকর মন্ডল প্রমুখ। শাড়ি বিতরণ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলামের পক্ষ থেকে শ্রীনগরে নগদ ৭ লাখ টাকা ও ১৪ শত শাড়ি বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪০০ নারীর মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার কোলাপাড়া ও বিকালে ষোলঘর ইউনিয়নের ২০০ নারীর মাঝে নগদ টাকা ও শাড়ি বিতরণ করেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ ডালু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহাবুব উলস্নাহ্‌ কিসমত প্রমুখ। আলোচনা সভা কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর কালুখালী উপজেলা দিবস বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুলস্নাহ্‌ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান নবাব, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নিকারের ৯৪তম বৈঠকে পাংশা উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালুখালী উপজেলা। এতে আজকের এই দিনে ১৫ বছরে পা দিয়েছে উপজেলাটি। জরিমানা আদায় গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ মাছের পোনা উৎপাদনের দায়ে বন্ধন মৎস্য হ্যাচারি ও ফিশারিজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ উপজেলার কলতাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে এ কে এম আমিনুল হকের মালিকানাধীন বন্ধন মৎস্য হ্যাচারি ও ফিশারিজ রয়েছে। সম্প্রতি ওই হ্যাচারিতে অবৈধ প্রজাতির পোনা উৎপাদন শুরু করেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার হ্যাচারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে মৎস্য হ্যাচারি আইনে আমিনুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সংবর্ধনা প্রদান টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের তিলারগাতী ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে ৫২নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক মে. হায়দার আলী, সদস্য সচিব হাজী মো. ইয়াসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলী, সিদ্দিকুর রহমান, আলী আজমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। তিলারগাতী ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী শাহীন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. সাবেদ আলী, যুবলীগ নেতা আনিসুর রহমান মিলন, তিলারগাতী ইউনিট আওয়ামী লীগের আতাউর রহমান, মনছুরুল আলম, মনির হোসেন, মনু মিয়া, শাহীন আহমেদ, জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, ফজল আলী, মোশারফ হোসেন, আরমান মিয়া, সুভাশ চন্দ্র সরকার, নিরঞ্জন সরকার, রবিচন্দ্র সরকার, আব্দুল আলীম প্রমুখ।