চার জেলায় অভিযান চালিয়ে আটক ১৪

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভেজাল, প্রতারণা, চুরি ও মাদকের দায়ে দেশের চার জেলায় ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক ঘটনায় বরিশাল, নওগাঁ, সাতক্ষীরা ও কিশোরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : ভৈরব (কিশোরগঞ্জ) :কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ তিনজনকে আটক করেছের্ যাব। বৃহস্পতিবার রাতে ভৈরব বাজার নদীরপাড় লঞ্চটার্মিনাল-সংলগ্ন পুরানো ক্যাম্পঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ভৈরবর্ যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৯টায় অভিযান চালায়। অভিযানে মেঘনা মসলা মিলে তলস্নাশি করে বিভিন্ন প্রকারের ভেজাল মেশানো মরিচের গুঁড়া ৯৫৫ কেজি, হলুদের গুঁড়া ৬০০ কেজি, ধনিয়ার গুঁড়া ৭০৫ কেজি, ডাল ১০০ কেজি, নিম্নমানের শুকনা মরিচ ৩০ কেজি, হলুদ রং ও লাল রং ৩৩০ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মিল-মালিক আবুল হাসেম (৬০), তার ছেলে সাইফুল ইসলাম (২২) ও কর্মচারী সেরেনা (৩৫) বেগমকে। আবুল হাসেম শহরের পঞ্চবটী এলাকার মৃত শামসু মিয়ার ছেলে। সেরেনা উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের হুমায়ূন কবিরের স্ত্রী। তালা (সাতক্ষীরা):সাতক্ষীরার তালায় প্রতারণার অভিযোগে পিতাসহ দুই পুত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ও বুধবার রাতে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা হলেন-তালা উপজেলার তৈলকুপি গ্রামের মৃত শেখ ফজর আলীর ছেলে শেখ আব্দুর রহমান (৬০) এবং তার দুই ছেলে শেখ রায়হান হোসেন (২৫) ও শেখ আবু রানা (১৮)। পুলিশ জানায়, আসামিরা অর্থাৎ বাবা আর দুই ছেলে বহুদিন ধরে তালার পাটকেলঘাটা ও সাতক্ষীরা শহরের বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা, জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়া পাটকেলঘাটার হাইস্কুল রোডে তাদের 'রায়হান কম্পিউটার অ্যান্ড ফটোকপি' নামের দোকানে বসে জাল ভোটার আইডি কার্ড, বিদু্যৎ বিভাগ, রেজিস্ট্রি অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সিল সই নকল করে আসছিলেন তারা। রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা করা হলে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ছাগলের মালিক উপজেলার আমিরপুর গ্রামের সেন্টু আলীর ভাই মোহন আলী জানান, তার ভাইয়ের একটি ছাগল রাস্তার পাশে ঘাস খাচ্ছিল। এ সময় একটি অটোরিকশায় যাত্রীবেশে ৫ জন ওই ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে আটককৃতদের সন্ধ্যানাগাদ থানাপুলিশে সোপর্দ করলে পুলিশ রাতেই তাদের বিরুদ্ধে মামলা করে। বরিশাল :বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চর কলোনির বাসিন্দা মো. ফারুক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)। তারা দু'জনই নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর মধ্যে পলাশের বিরুদ্ধে ২টি এবং তার স্ত্রী লিপি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এদিকে, বরিশালে স্কুলছাত্রের ঘুসিতে ভ্যানচালক নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত ভ্যানচালক হেলাল উদ্দিন কল্পনার (৪৫) স্ত্রী নুপুর বেগম বাদী হয়ে স্কুলছাত্র সাইদুর রহমান শাকিবকে আসামি করে কাউনিয়া থানায় মামলাটি করেন। মামলার আসামি শাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত হেলালউদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।