৫ বছরে আইটি সেক্টরে ১০ লাখ কর্মসংস্থান হবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে হাইটেক পার্কের জায়গা পরিদর্শন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি -যাযাদি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, 'আমাদের আগামী ৫ বছরে নতুন করে ১০ লাখ তরুণ-তরুণীর আইটি সেক্টরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমরা চাই শ্রমনির্ভর অর্থনীতির দেশ থেকে বেরিয়ে এসে মেধানির্ভর ডিজিটাল ইকোনমির দেশে পরিণত করতে।' বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল ও নীলফামারী ৫৬ বিজিবির পাশে ডাঙ্গাপাড়া পিলার এলাকায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক হাইটেক পার্কের ১৫ একর জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, আগামী ২০২৩ সালের মধ্যে নীলফামারীতে হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, 'একটি উন্নত দেশ গড়তে বিশ্বের যে চাহিদা সেটিকে পূরণ করতে প্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি বলেন, 'শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে প্রযুক্তিতে শিক্ষা গ্রহণ করেছে আমাদের ছেলে-মেয়েরা। এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক অনলাইন কর্মীর দেশ বাংলাদেশ। এছাড়া করোনাকালীন সময় অনলাইনের মাধ্যমে নতুন তরুণ-তরুণী উদ্যোক্তাও তৈরি হয়েছে।' এর আগে প্রতিমন্ত্রী নীলফামারী সার্কিট হাউসের সভা কক্ষে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।