বদলগাছীতে বৃষ্টিতে আগাম সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আগাম সবজি চাষ করে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বেশি লাভের আশায় চলতি বছর শীতের আগেই আগাম সবজি রোপণ করেন তারা। কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে খেত পানিতে ডুবে থাকায় সবজির চারা পচে যাচ্ছে। এতে লোকসানে পড়েছেন এসব কৃষক। কৃষকরা জানান, প্রতি বছর আগাম সবজি চাষ করে তারা অনেক লাভবান হন। সে আশায় এবারও আগাম শীতকালীন সবজি রোপণ করেন। কিন্তু চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে দেখা যায়, আগাম জাতের শিম, বেগুন, মুলা, কপির চারা অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়ালি পচে যাওয়ার উপক্রম হয়েছে। কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন, ১২ কাঠা জমিতে ২ হাজার ২০০ ফুলকপির চারা রোপণ করেন। আশা ছিল আগাম এ ফুলকপি প্রতিটি ৩৫-৪০ টাকা দরে বিক্রি হবে। কিন্ত ঘন ঘন বৃষ্টির কারণে চারা নষ্ট হয়ে যাচ্ছে। এবার তাকে অনেক লোকসান গুনতে হবে। মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, বেশি দাম পাওয়ার আশায় ১৮ কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। বর্ষায় চারার গোড়ায় পচন ধরেছে। কোলা ইউপির পুখুরিয়া গ্রামের আব্দুস সালাম বলেন, অনেক খরচ করে ১৪ কাঠা জমিতে শিম রোপণ করেন। কিন্তু বর্ষায় গাছ লাল বর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, বদলগাছীতে এবার প্রায় ১১ হেক্টর জমিতে শিমসহ আগাম বিভিন্ন সবজি চাষ হয়েছে। কিন্ত অতিরিক্ত বৃষ্টির কারণে রোপণ করা সবজি নষ্ট হচ্ছে। এতে এলাকার কৃষকরা ক্ষতির মুখে পড়বেন।