ইউনিয়ন ভূমি অফিস ভবন

দীর্ঘ দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় গুরুত্বপূর্ণ দুটি ভূমি অফিস ভবনের নির্মাণ কাজ মন্থর গতিতে চলছে। দীর্ঘ দুই বছরেও ভবন দুটির কাজ সমাপ্ত করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে সংকীর্ণ ঘরেই যাবতীয় কাজ করতে হচ্ছে কর্তৃপক্ষকে। পুরানো ভবনে কাজ করতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। সেবা নিতে আসা মানুষ বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে কাজ সেরে ফিরে যাচ্ছেন। স্থানীয় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্য মতে, উপজেলার শিরন্টি-গোয়ালা ও সাপাহার-তিলনা ইউনিয়ন ভূমি অফিস দুটির ভবনের নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারকে ২০১৮ সালের ২৮ মে নির্দেশনা দেওয়া হয়। চুক্তি মোতাবেক ২০১৯ সালের ১৭ মার্চ নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ করতে পারেনি। ফলে সংশ্লিষ্ট ঠিকাদারকে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজের সময় বৃদ্ধি করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কার্যালয়ের নির্দেশনাকে অমান্য করে এখনো ওই ভবন দুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ফলে জায়গা সংকটসহ নানা সমস্যা নিয়েই পুরনো ভবনে ঝুঁকিসহ কাজ করছেন সংশ্লিষ্টরা। গোয়ালা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তিনি যোগদান করার প্রায় তিন বছর হতে চলেছে। এর মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হলেও এখন পর্যন্ত অজ্ঞাত কারণে কাজ শেষ হচ্ছে না। বহু পুরাতন একটি ঘরে জায়গা সংকটের কারণে অতি কষ্টে আগত জনগণকে ভূমি সেবা দিতে হচ্ছে। অপরদিকে একই কথা বলছেন তিলনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম।