বোয়ালখালীতে বাড়ছে চুরির ঘটনা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ বেড়ে গেছে চুরির ঘটনা। গত এক মাসে বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। গত বুধবার রাত ২টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের ইউনুসের ঘরে হানা দেয় চোরের দল। তিনি জানান, ৪ থেকে ৫ জনের সংঘবদ্ধ চোরের দল ঘরে চুরির উদ্দেশে হানা দেয়। পরিবারের সদস্যরা তাদের ধরে ফেললে চোরের দল ইউনুসের স্ত্রী ও মো. ইসমাঈলকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দিয়েছেন। পৌরসভার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ায় মাহফুজের ঘরেও ঘটেছে চুরির ঘটনা। খোয়া গেছে মূল্যবান সামগ্রী। বৃহস্পতিবার মাহফুজের মা নগরীর বাসা থেকে চিকিৎসা শেষে ঘরে এসে এ ঘটনা দেখতে পান। গত ২২ সেপ্টেম্বর কধুরখীল লালা দীঘিরপাড় এলাকার প্রবাসী রেজাউল করিমের ঘর থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এর দুই সপ্তাহ আগে উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের নারায়ণ চৌধুরীর ঘরের ভেন্টিলেটর ভেঙে চোরের দল স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে গেছে। পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে জেগে আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো দেখতে পান। একের পর এক চুরির ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, একে বৃষ্টি, তার ওপর উপজেলার একটি সড়কও ভালো নেই। বৈরী আবহাওয়া ও উপজেলার প্রতিটি সড়কের নাজুক পরিস্থিতির কারণে পুলিশ রাতে টহলে বের হয়ে ঘটনাস্থলে দ্রম্নত যেতে পারছে না।