কুষ্টিয়ায় স্বেচ্ছাশ্রমে কালভার্ট সংস্কার

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী সরকারি প্রাথমিক ও বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জিকে খালের ভাঙা কালভার্টটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে। শুক্রবার দুপুরে ফ্রেন্ডস '৯৩ ব্যাচের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম চৌরঙ্গীর সার্বিক সহযোগিতায় কালভার্টটি সংস্কার করে। ফেরদৌস হাসান নয়ন বলেন, চৌরঙ্গী বাজার টু বাঁশগ্রাম গ্রামীণ সড়কের চৌরঙ্গী সরকারি ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পরিত্যক্ত জিকে খালের ওপর দীর্ঘদিন কালভার্টটি ভেঙে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়ে আছে। সড়কটি স্থানীয়দের কাছে নিত্যপ্রয়োজন মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিই এই সড়কে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে ভাঙা কালভার্ট পাড়ি দিয়ে চলাচল করতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কালভার্ট সংস্কারের সময় টিম চৌরঙ্গীর কাজী ফাহাদ, সাইফুলস্নাহ মিম, জাহাঙ্গীর আলম, ফেরদৌস হাসান নয়ন, জুয়েল রানা, বাইজিদ, সাজাহান, রুহুল আমিন, রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।