সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত

ঘরসহ জমি পাচ্ছেন মধুপুরের সেই রেমা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগের জমিতে গড়ে তোলা কলা বাগান কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত সেই গারো আদিবাসী নারী বাসন্তী রেমাকে ঘরসহ বিবদমান জায়গাটি প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার বনবিভাগের দোখলা বাংলোতে প্রশাসন, বনবিভাগ ও গারো সম্প্রদায়ের নেতাদের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ওই বৈঠকে গারো নেতারা বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে আলোচনা করে ক্ষতিগ্রস্ত বাসন্তী রেমাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর দেওয়ার সিদ্ধান্ত হয়। এরসঙ্গে মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ১৫ হাজার টাকা ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ৫ হাজার টাকা ইউএনওর মাধ্যমে নগদ প্রদান করবেন। এছাড়া বাসন্তী রেমার দখলে থাকা জমি তিনি ভোগ দখল করবেন। তিনি কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারের বাইরেও বিভাগীয় নানা সুযোগ-সুবিধা পাবেন। বিনা নোটিশে বন এলাকায় কারও কলা-আনারস তথা কৃষি ফসল কাটা হবে না বলেও সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিরুল ইসলাম, ইউএনও আরিফা জহুরা, এসিল্যান্ড এমএ করিম, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, মধুপুর সার্কেলের পুলিশ কর্মকর্তা কামরান হোসেন, মধুপুর থানার ওসি তারিক কামাল, দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সম্পাদক হেরিদ সাংমা, এসিডিএফ সভাপতি অজয় এ মৃ, টিডবিস্নউএ চেয়ারম্যান উইলিয়াম দাজেল, বাগাছাস সভাপতি জন জেত্রা প্রমুখ উপস্থিত ছিলেন।