টেকসই বাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় টেকসই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বালুবাহী জাহাজ মালিক সমিতি। রোববার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা বালুবাহী জাহাজ মালিক সমিতির সভাপতি মো. ফারুক গাজী লিখিত বক্তব্যে জানান, ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হওয়ায় সাগরমুখী পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভোলায় নদীভাঙন দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি টেকসই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, জাহাজ পরিবহণের হয়রানি বন্ধ, কার্গো জাহাজের নিরাপত্তা, ডুবোচর অপসারণ, ভোলায় বালু মহল ঘোষণা, উত্তোলনকৃত বালু বিক্রি ও অনুমতি প্রদান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. নুরনবী, সদস্য মো. জামাল, ফারুক, হানিফ মুন্সি, হারুন গাজিসহ জাহাজ মালিক সমিতির নেতারা।