সাভারে গ্যাস সংযোগ বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা দায়ের

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাভার প্রতিনিধি
সাভারে একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মামলায় বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে প্রধান আসামি করে আড়াইশ' জনের নাম উলেস্নখ করা হয়েছে। রোববার সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম। প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোলস্ন্যাপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদার কয়েকদিন আগে নিজের দোতলা বাড়ির নিচতলায় একটি রুমের মাটির নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস মজুদ করে আসছিলেন। সেই বাড়ির নিচ তলায় একটি রুম ভাড়া নেন তিন যুবক। গত বুধবার রুমে সিগারেট ধরালে হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে ওই তিন যুবক আগুনে পুড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর রাতে ফরিদ ও হাবিব মারা যান। অপর যুবক হৃদয় মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার বাড়ির আশপাশের প্রায় এক হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে রোববার বাড়ির মালিক মাসুদ হাওলাদারকে প্রধান আসামি করে বিশজনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও আড়াইশ' জনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণের ঘটনায় দোতলা বাড়িতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। বাড়িটিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা।