রানীনগরে গ্রাম্য সালিশে ৩ পরিবারকে সমাজচু্যত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগরে সবজি গাছের নেটের বেড়ায় আগুন লাগানোকে কেন্দ্র করে তিন পরিবারকে গ্রাম্য বৈঠকের মাধ্যমে সমাজচু্যত (একঘরে) করার অভিযোগ উঠেছে। ওই তিন পরিবার বর্তমানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের নিশিন্দাকুড়ি গ্রামে। জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ভ্যানচালক আব্দুর রহিমের স্ত্রী তার বাড়ির সামনে শিম গাছের নেটের বেড়ায় আগুন দেখতে পান। বাইরে এসে দেখেন প্রতিবেশী সফিয়তের ছেলে ও তার ভাতিজা দাঁড়িয়ে আছে। সন্দেহ হলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে এ নিয়ে রহিম ও সফিয়ত পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনায় সফিয়ত তার ছেলে ও ভাতিজাকে সন্দেহ করায় গ্রামের মাতব্বরদের কাছে বিচার দাবি করেন। সমাজপতিরা রাতেই অভিযুক্ত রহিমকে সালিশ বৈঠকে ডাকেন। কিন্তু রহিমের কোনো লোকজন না থাকায় রোববার পর্যন্ত সময় চান। রহিম রোববার বৈঠকে উপস্থিত হয়ে তার লোকজন না আসতে পারায় আবারও সময় চান। সময় চাওয়ার অপরাধে সমাজপতিরা রহিমের সঙ্গে তার বড় দুই ভাই আব্দুল মজিদ ও আব্দুস সামাদকে ভাইয়ের পক্ষে যাওয়ার কারণে সমাজচু্যত ঘোষণা করেন। ওই গ্রামের মাতব্বর বকুল হোসেন জানান, 'রহিম আমাদের কথা শোনে না, সে সমাজকে মানে না। তাই তাকে ও তার দুই ভাইয়ের কাছ থেকে আমরাই দূরে সরে আছি। আমরা তাদের সমাজচু্যত করিনি।' উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, 'এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'