নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
'টুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট' -এ সেস্নাগান নিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ,র্ যালি ও মানববন্ধনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, জজ কোর্টের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরের সিংরাউন্দ গ্রামে ঐতিহাসিক ছিমু রানীর দীঘির পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন এসিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মহসীন মাহমুদ, জহিরুল হুদা লিটন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অধ্যাপক মোশারফ হোসেন সোহেল ও লিমন আহমেদ প্রমুখ। বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যাগে একটি বর্ণ্যাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপস্নব কুমার পাল, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু ও আশরাফুল হায়দার।