মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

স্বদেশ ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন জেলা-উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা, রক্তদান, বৃক্ষরোপণ ও ভিক্ষুক পুনর্বাসনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী : রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনী এবং জেলা আ'লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোলস্না, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুর রহমান খান ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান প্রমুখ।

নীলফামারী :জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর। উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও এলিনা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জন্মদিন উপলক্ষে ২৪ জন ভিক্ষুককে নগদ ২৫ হাজার করে টাকা এবং ২০ কেজি করে চাল দেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, আ'লীগ নেতা আল-মামুন সরকার প্রমুখ।

বগুড়া : শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আ'লীগ নেতা টি জামান নিকেতা, আমানুলস্নাহ্‌, শাহ আব্দুল খালেক প্রমুখ।

পিরোজপুর : পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিলে জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবলীগ নেতা শহিদুল ইসলাম শিকদার, রাসেল পারভেজ রাজা, হাসান মামুন প্রমুখ।

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মহানগর আ'লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। অপরদিকে, ভোগড়া এলাকায় মহানগর আ'লীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় কর্মী কাইয়ুম সরকার, ইকবাল হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): টুঙ্গিপাড়া উপজেলা আ'লীগ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপজেলা আ'লীগ সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আ'লীগ নেতা ইলিয়াস হোসেন, শেখ সাইফুল ইসলাম, ফোরকান বিশ্বাস, শেখ শুকুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর : জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ফয়েজ মো. শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বক্তব্য রাখেন নজরুল ইসলাম জামাল, আমিনুর রহমান প্রমুখ।

কুষ্টিয়া :আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম চুনু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন ইউএনও সোহেল মারুফ প্রমুখ।

নাটোর :শহরের কান্দিভিটায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আ'লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

সাভার : সাভারে মিলাদ ও সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন তেতুঁলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় উপজেলা আ'লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। এ সময় ঢাকা জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : দলীয় কার্যালয়ে উপজেলা আ'লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র কামাল হোসেন শেখ প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) :তাড়াশে উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন সম্পাদক সনজিত কর্মকার, আ'লীগ নেতা রজত ঘোষ, শাহিনুর আলম লাবু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন খান, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল পৌরসভা হলরুমে আলোচনা সভায় প্যানেল মেয়র এ বি এম জসিম উদ্দিন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী, প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, পৌর সচিব আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগরে উপজেলা আ'লীগ সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌরসভাপতি মুন্সী নাসির উদ্দীন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, আ'লীগ নেতা আবু মো. আব্দুল লতিফ অমল, যুবলীগ নেতা আব্দুস সালাম ইশা প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) :অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ'লীগ নেতা সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান দুলাল প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, আ'লীগ নেতা আহসান হাবিব, মেহেদী হাসান রতন, জুয়েল লস্কর প্রমুখ

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠানে অংশ নেন প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম প্রমুখ।

কাজীপুর (সিরাজগঞ্জ) : উপজেলা আ'লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, যুবলীগ সম্পাদক আলী আসলাম ও স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আব্দুল হালিম।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) : রামগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আ'লীগ সভাপতি জাফর উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রুবেল, ফারুক হোসেন প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মিজানুর রহমান, যুবলীগ নেতা খোকন মোল্যা, ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।

হাতিয়া (নোয়াখালী) : উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজের নেতৃত্বে বৃক্ষরোপণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা আল আমিন, মো. আরাফাত ও সজিব রায় প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) : উপজেলা আ'লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : উপজেলা আ'লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন আ'লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন আ'লীগ নেতা শরাফত হোসেন লাবলু, মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম পিকুল প্রমুখ।

তিতাস (কুমিলস্না) : তিতাস উপজেলা আ'লীগ সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিলস্না-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির রনির সভাপতিত্বে ও আতাউর রহমান মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, মোশারফ হোসেন, আ'লীগ নেতা আব্দুল খালেক রাজু প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, ফসিউল আলম খান, আফজাল হোসেন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) :স্থানীয় সাংসদ মানু মজুমদারের উদ্যোগে উপজেলা যুবলীগ সহসভাপতি পাভেল চৌধুরীর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ'লীগ নেতা বিভাস সরকার, আবুল হাসিম, বিপস্নব মজুমদার, বানী তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113572 and publish = 1 order by id desc limit 3' at line 1