খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪ লাখ ৮০ হাজার পরিবার

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বরিশাল অফিস
বরিশালে কঠোর নজরদারির মধ্যে শুরু হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি কার্যক্রম। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাস বিভাগের ৪ লাখ ৮০ হাজার তালিকাভুক্ত ভোক্তার মাঝে ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রি করা হবে। চাল বিক্রিতে অনিয়মের কারণে এরই মধ্যে বিভিন্ন ডিলারকে জরিমানা করা হয়েছে। নজরদারির জন্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, দরিদ্র জনগোষ্ঠীর তিন বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সেপ্টেম্বর মাস থেকে ১০ টাকা কেজি দরে বিভাগের ৬ জেলার ৪ লাখ ৮০ হাজার পরিবারের মাঝে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। বিভাগের ৯৬৩ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে বরিশালে ১ লাখ ৬০ হাজার ৩৯২, ঝালকাঠিতে ৩০ হাজার ৭৬৪, পিরোজপুরে ৩৩ হাজার ৪২১, ভোলায় ৮২ হাজার ৯৯৯, পটুয়াখালীতে ১ লাখ ১৮ হাজার ৮৪ ও বরগুনায় ৫৪ হাজার ৬১৮ পরিবারের মাঝে এ চাল বিক্রি করা হবে। ভোক্তাদের এ তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। জনপ্রতি মাসে ৩০ কেজি চাল উত্তোলন করতে পারবেন বলে জানিয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানায়, নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।