ডোমারে নদীতে ডুবে শিশুর মৃতু্য

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাবেয়া খাতুন (১১) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কলমদার নদীতে এ ঘটনা ঘটে। রাবেয়া খানাবাড়ী গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে। ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, খানাবাড়ী গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন (১১) ও মোনাল হোসেনের মেয়ে মনিরা খাতুন (১০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কলমদার নদীতে গোসল করতে নামে। এ সময় রহিমা ও মনিরা নদীর পানির স্রোতে ভেসে গেলে এলাকার লোকজন টের পেয়ে দ্রম্নত তাদের নদী থেকে উদ্ধার করে। উদ্ধারের পর মনিরাকে বাঁচানো গেলেও রাবেয়াকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় খানাবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে আসে।