সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সংবর্ধনা প্রদান চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়াকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার মোটরসাইকেল শোডাউন, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গ্রামবাসীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম হাবিলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নবগঠিত আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, গুণবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নুরুল ইসলাম, মোস্তফা কামাল মোস্তফা, জামশেদুর রহমান, মুজিবুল হক মুজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আরিফুল রহমান। অনুদান প্রদান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে পূজামন্ডবে অনুদান প্রদান করেছে হিন্দু কল্যাণ ট্রাস্ট। শুক্রবার রাত ৯টায় উপজেলা সভাকক্ষে পূজা মন্ডবের পরিচালনা কমিটিকে এ অনুদানের চেক প্রদান করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, পূজা উৎযাপন কমিটির নেতা সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র, কেন্দ্রিয় কালী মন্দির পূজা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী পলস্নী মাতৃকেন্দ্রের সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়। উপজেলা সমাজসেবা অফিসার এমএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা মৎস্য অফিসার মো. শাহাজান সিরাজ, আনসার ও ভিডিপি অফিসার মো. তানভীর হায়াৎ কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ প্রমুখ। প্রশিক্ষণ উদ্বোধন কয়রা (খুলনা) প্রতিনিধি কয়রায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ৬ দিনব্যাপী পেইড পেয়ার ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুদীপ বালা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তুহিন কান্তি ঘোষ। আমাদী ইউনিয়ান পরিবার পরিকল্পনা পরিদর্শক মিশানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য বিশ্বজিৎ সিনহা প্রমুখ। মানববন্ধন ময়মনসিংহ প্রতিনিধি সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুমিনুন্নিসা সরকারি মহিলা ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে প্রায় দুই শতাধিক কর্মচারী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নূর মো. সুমন, সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ছোটন চন্দ দাস, সদস্য কামরুল হাসান, কামরুজ্জামান এবং হাসনা উল জাকিয়া প্রমুখ। কার্যক্রম উদ্বোধন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ২ দিনব্যাপী ই-ফাইলিং (নথি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাপার অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি রংপুরের মিঠাপুকুরে স্বপনমোড় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে সামাজিক সুরক্ষা ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকান উচ্চবিদ্যালয়ের সভাপতি নুরুল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য খোরশেদ আলম, মিঠাপুকুর থানার এসআই আব্দুল জব্বার, এসআই রফিকুল ইসলাম রফিক, স্বপনমোড় ব্যবসায়ী সংগঠনের সভাপতি একরামুল হক মাস্টার, ব্যবসায়ী সাজু মিয়া প্রমুখ। উঠান বৈঠক বাগেরহাট প্রতিনিধি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বাগেরহাটের রামপাল উপজেলায় বিট পুলিশিং সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের ভাগা বাজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল থানার নবাগত ওসি মো. মনজুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সরোয়ার আলন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. বজলুল রহমান। চাল বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৫টি পূজামন্ডপে সরকারি অনুদান চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এসব অনুদানের ডিও বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি কাজল জ্যোতি দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অনাথ বন্ধু দাস, সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী। সম্মেলন মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড (বিএম) জেনারেল কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড (বিএম) জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নওগাঁ সদর আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোলস্না এমদাদুল হক, মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত। আত্মপ্রকাশ চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে কমিউনিটি রেডিও চিলমারীর সম্প্রচার কর্মীদের নিয়ে ব্রডকাস্টার ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এসএম নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম, পলাশ মাহমুদ, মিজানুর রহমান মিজান, লুৎফুন্নাহার হ্যাপী, এসএম আশিকুর রহমান, রিদওয়ান রেজা, আহমেদ আবু সায়েম, ইশরাত জাহান, আবু সাঈদ বাবু, এমএস আরিফ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ও বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)'র আয়োজনে শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক রোকেয়া বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা। সম্মাননা প্রদান স্টাফ রিপোর্টার, যশোর ব্যতিক্রমী আয়োজনে পাঁচজন 'সোনার মানুষ'কে সম্মাননা জানাল বিবর্তন যশোর। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপনী অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রান্তিক জনগোষ্ঠীর পেশাভিত্তিক ৫ জন সফল ব্যক্তিত্বকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- পরিবেশরক্ষাকর্মী আব্দুল ওয়াহিদ সরদার, পরিচ্ছন্নতাকর্মী মালা রানী, সফল ফুলচাষি সাজেদা বেগম, গাছি আব্দুস সালাম ও উদ্যোক্তা (কামার) পরিতোষ তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন- জোনাল সেটেলমেন্ট অফিসার কামরুল আরিফ, রূপান্তর খুলনার নির্বাহী পরিচালক স্বপন বসু, গণসাংস্কৃতিক কেন্দ্রের (সাতক্ষীরা, তালা) প্রতিষ্ঠাতা এনামুল হক। সড়ক উদ্বোধন কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের পৌর এলাকার মহিষাকুন্ডু থেকে ৪ কিলোমিটার এ সড়কের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এ সময় ভাষসৈনিক মুসা মিয়ার ছেলে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, বশির আহম্মেদ ও অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুদান প্রদান পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশে পূজামন্ডবে সরকারি অনুদান দেওয়া হয়েছে। শনিবার নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুদানের নগদ অর্থ দেওয়া হয়। বরাদ্দকৃত সরকারি প্রতি পূজামন্ডপে ১৬ হাজার টাকা, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মন্ডপে ৫ হাজার টাকা এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা নীল কমল অর্চণ ও সজীব নন্দীর পক্ষ থেকে প্রতি মন্ডপে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো. শরীফুল হক। পরিচিতি সভা সাভার প্রতিনিধি ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ এমপি। এ সময় সভায় নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত সাভার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির তিন বছরমেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মানববন্ধন বরিশাল অফিস ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে শনিবার বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় অনিয়মিত (দৈনিক মজুরিভিত্তিক) কর্মচারী সংগ্রাম পরিষদের বিএম কলেজ শাখার আহ্বায়ক মো. ইউসুফ মোলস্নার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সংগঠনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. হামিদুল ইসলাম। সামগ্রী প্রদান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় হতদরিদ্র নারীকে চাল, ডালসহ ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছার পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের এক হতদরিদ্র নারীকে ১০ কেজি চাল, তেল, লবণ, আলুসহ খাদ্যসামগ্রী প্রদান করেন সহকারী পুলিশ সুপার ডি সার্কেল হুমায়ুন কবির। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী প্রদান করেন। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা গোপালগঞ্জ প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নিযুক্ত প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। শনিবার দুপুরে তিনি বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধান বন সংরক্ষকের সঙ্গে প্রকল্প পরিচালক মো রকিবুল হাসান মুকুল, উপপ্রধান বন সংরক্ষক বন ব্যবস্থপনা উইং এবং শিক্ষা ও প্রশিক্ষণ উইং গোবিন্দ রায়, বন সংরক্ষক অর্থ ও বাজেট হোসাইন মুহম্মদ নিশাদ, বন সংরক্ষক সামাজিক বনাঞ্চল, ঢাকা ইমরান আহমেদ, বন সংরক্ষক যশোর অঞ্চল মোল্যা রেজাউল করিম, সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট অজিত কুমার রুদ্র উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন বরিশাল অফিস বরিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলীতে একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক এ বি এম শফিকুল ইসলাম, সদর ইউএনও মুনিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন। অনুদান প্রদান শরীয়তপুর প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য শরীয়তপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র বাচ্চু বেপারী নিজস্ব তহবিল থেকে ৯টি মন্ডপে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। শুক্রবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমেয়র রফিকুল ইসলাম কোতয়াল, প্যানেল মেয়র বাচ্চু বেপারী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী প্রমুখ। র্ যালি অনুষ্ঠিত কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিংর্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিট পুলিশিং ইনচার্জ রনি আহাম্মেদের নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়া, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাহিদা বেগম প্রমুখ। মতবিনিময় সভা সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কাজী মফিজুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির একাংশ। শনিবার দুপুরে উপজেলার ডমুরুয়া ইউপির পরিকোট এলাকায় উপজেলা বিএনপির সদস্য সচিব মাস্টার মোক্তার হোসেন ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান। আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল উদ্দিন বাবুল, আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, ছেরাজুল হক সিরাজ চেয়ারম্যান, ভিপি ওমর, ভিপি মফিজুল ইসলাম প্রমুখ। দুই শিশুর মৃতু্য ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়ির সামনের পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু হলো গ্রামের ৮নং ওয়ার্ডের প্রবাসী খোকন হাওলাদারের ছেলে মো. ইসরাফিল (৪) ও মাছুম হাওলাদারের ছেলে মো. আইউব (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। শিশুদের অপর চাচা আব্দুল মতিন হাওলাদার জানান, খেলার ছলে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায় তারা। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্ন?ে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যুবক আটক কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় যৌন নিপীড়নের দায়ে মো. হারুন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাকে পৌরশহরের বাদুরতলী এলাকা থেকে আটক করা হয়। আটক হারুন ওই এলাকার চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা গেছে, ওই এলাকার ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন চালালে স্থানীয়রা হারুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি উলেস্নখ করেন।