উপনির্বাচনে নির্বাচিত হলেন যারা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। অধিকাংশ স্থানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তবে কিছু কিছু স্থানে বিএনপি প্রার্থীরা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এদিকে, ভোট গ্রহণের সময় কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপনির্বাচনে ৫২ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন রবিউল ইসলাম সোহাগ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলা পরিষদে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল। প্রাপ্ত ফলাফলে জানা যায়, দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম সোহাগ ৫২ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় পেয়েছেন ১৫ হাজার ১৬৯ ভোট। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মো. হাবিবুর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৫১৯ ভোট। নির্বাচনের ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার ও নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। পাবনা ও ভাঙ্গুরা : পাবনার ভাঙ্গড়া উপজেলা সদরের ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটিতে স্বতন্ত্র, অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফরুক টুকুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জাহাঙ্গীর আলম বিদু্যৎ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯৪ ভোট। উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফসার আলী ২ হাজার ৩৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ আনারস প্রতীকে ২ হাজার ১৮২ ভোট পেয়েছেন। পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে বিকাল পৌনে ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী ডা. আব্দুল মজিদ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৬ হাজার ৪৫ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিদ পেয়েছেন ২ হাজার ৯৫২ ভোট। শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে ১৬নং মেহের দক্ষিণ ইউপি উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন বেসরকারিভাবে বিজয় হয়েছেন। তিনি মোট ২৪০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে কাজী জাহাঙ্গীর আলম ১৫৮৯ ভোট পান। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ কবির ৯৮২ ভোট পেয়েছেন। এদিকে একই দিন চিতোষী পশ্চিম ইউপির ৭নং ওয়ার্ডের সিমাইল সপ্রাবিতে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কামাল হোসেন ৪১১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে সুচিপাড়া দক্ষিণ ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার পদে হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি উপনির্বাচনে মাহতাব উদ্দিন বসুনিয়া ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫৪৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আতাউর রহমান। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম। মাহতাব উদ্দিন বসুনিয়ার প্রতীক ছিল ফুটবল ও আতাউর রহমানের প্রতীক ছিল আপেল। প্রিজাইডিং অফিসার জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সুয়াবিলে আওয়ামী লীগ মনোনীত জয়নাল আবেদিন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস প্রতীকে পেয়েছেন ৩৩৯২ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব ৪৪৭ ভোট পেয়েছেন। এদিকে, নানুপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত শফিউল আজম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমান উলস্নাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১৮৭ ভোট। ধানের শীষ প্রতীকে জয়নাল আবেদিন পেয়েছেন ৫৯৬ ভোট। অন্যদিকে, খিরামে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাবেদ ও জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে নাছিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন। মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এইচ এম কবির আহমেদ বিজয়ী হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বি এইচ এম কবির আহমদ ১ লাখ ৪ হাজার ৪২৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় মনোনীত প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৮১০ ভোট পেয়েছেন। তিনি প্রচারণার শেষ দিনে প্রেস রিলিজের মাধ্যমে নির্বাচন বয়কট করেছিলেন। এদিকে, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যার পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ও ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সেলিম মিয়া (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট খালেদ মোশাররফ (আনারস) পেয়েছেন ১৮০৩ ভোট। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী আকতার হোসেন (ধানের শীষ) প্রাপ্ত ভোট ৬০। এ ছাড়াও সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাবিবা ইসলাম শিফাত (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন (ঘোড়া) পেয়েছেন ৪১৮০ ভোট। লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার ২ জন ও অপরটি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন- সদর ইউনিয়নে নৌকা প্রার্থী ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী ৯ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী (আনারস) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট। আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম ইউনুছ (নৌকা) ১১ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক (আনারস প্রতীক) ২ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন (আনারস) ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মিয়া (টেবিল ফ্যান) ২ হাজার ১৭৩ ভোট পেয়েছেন। বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ৬২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী শওকত হোসেন হাওলাদার ২১৩৪ ভোট পেয়েছেন। পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক চশমা প্রতীকে ৩০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজুওয়ানুর রহমান রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ২৮৪৯ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হালিম খান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৩৪ ভোট।