ইউএনওর সহযোগিতায় স্বাভাবিক জীবনে মর্জিনা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নির্যাতিত মর্জিনাকে নতুন ঘর বুঝিয়ে দেন ইউএনও -যাযাদি
নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেনের সহযোগিতায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন মসজিদের ইমামের ফতোয়া ও গ্রাম্য মাতব্বরদের হাতে নির্যাতিত নারী মর্জিনা (৪০)। ফিরে পেয়েছেন সম্মান, সঙ্গে পেয়েছেন থাকার জন্য ঘরও। জমি আছে ঘর নাই গৃহনির্মাণ প্রকল্পের আওতায় মর্জিনাকে ঘর নির্মাণ করে দিয়েছে ইউএনও। এখন মর্জিনার পরিবারে ফিরে এসেছে সুখ-শান্তি ও আর্থিক সচ্ছলতা। এখন স্বাভাবিকভাবেই চলছে তাদের জীবন। মর্জিনা ওই এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী। বুধবার মর্জিনার বাড়ি গিয়ে নতুন ঘর ও তার পরিবারের সার্বিক খোঁজ নেন ইউএনও। জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবোত্তর গরিলা গ্রামে তাদের বাড়ি। এক ছেলে এক মেয়ে আর স্বামী নিয়েই মর্জিনার সংসার। অসুস্থতার কারণে স্বামী কোনো কাজ করতে পারেন না। ছেলের উপার্জনের টাকায় চলত স্বামীর চিকিৎসা খরচ ও সংসার। মেয়ে বিয়ে দিয়েছেন আগেই। এ সময় তাদের গ্রামের কিছু অসাধু মানুষ তাদের জমি দখলের উদ্যেশ্যে পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ১০ জুন সন্ধ্যায় মর্জিনা ও তার মেয়ে জামাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরদিন মসজিদের ইমাম ফতোয়া দিয়ে ও গ্রামের মাতব্বরা সালিশ করে তাদের একঘরে করে রাখে। খবর পেয়ে ইউএনও মো. তমাল হোসেন তাদের উদ্ধার করেন। পরে নির্যাতিত মর্জিনা মামলা করলে গ্রেপ্তার করা হয় মসজিদের ইমামসহ গ্রামের মাতব্বদের।