গাজীপুরে চার বছরেও চালু হয়নি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

আইয়ুব খান, গাজীপুর সদর
গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের দীর্ঘ চার বছর পরও চালু করা সম্ভব হয়নি একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। মূল ভবনের কাজ শেষ হওয়ার পরও বিদু্যৎ সংযোগ না পাওয়া ও আনুষঙ্গিক জটিলতার কারণেই ঠিকাদার স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভবনটি বুঝিয়ে দেয়নি। জানা যায়, উপজেলার পিরুজালী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শিকদারপাড়া গ্রামের আরশি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মরহুম আবদুর রহমান সিকদারের ইচ্ছানুযায়ী তার স্ত্রী ও সন্তানরা ২০১৩ সালে পিরুজালীতে একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্দেশে ৩০ শতাংশ জমি দান করেন। মূল ভবনের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং বছর দুই-এয়ের মধ্যেই শেষ হয় নির্মাণকাজ। সরেজমিন দেখা যায়, জনশূন্য একটি ভবনে সাঁটানো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র নামে সাইনবোর্ড। মূল গেটে তালা ঝুলছে। ঠিকাদার নিযুক্ত একজন আছেন শুধু পাহারার দায়িত্বে। দীর্ঘদিন কেন্দ্রটি চালু না হওয়ায় মূল গেটের সামনে হয়েছে ধান শুকানোর চাতাল, ভেতরে সবুজ ঘাস, ভবনের বাইরে ও বিভিন্ন জায়গায় শ্যাওলা ধরেছে। পিরুজালী ইউপি চেয়ারম্যান সাইফুলস্নাহ সরকার মঞ্জু এ বিষয়ে জানান, পিরুজালী ইউনিয়নে সুন্দর একটি ভবন নির্মাণ করল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কি কারণে আজও তা চালু হলো না, জানা নেই। ইউএনও আবদুলস্নাহ আল জাকী বলেন, চার বছর আগে ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি চালুর বিষয়ে একাধিকবার ফোরামে উপস্থাপন করা হয়েছে। গাজীপুর জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকার বলেন, তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রম্নত পদক্ষেপ নেবেন।