নিরাপদ সড়ক দিবসেই প্রাণ গেল ২ জনের

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

মিঠাপুকুর (রংপুর) ও নাটোর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের শঠিবাড়ী এলাকায় বৃহস্পতিবার বাসের ধাক্কায় বজলুর রহমান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বড় দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। বজলুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মবির উদ্দিনের ছেলে। জানা গেছে, ভ্যানে করে মালামাল নিয়ে শঠিবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক বজলুর। পথে সিরাজগঞ্জ থেকে রংপুরগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এদিকে আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং ইউএনও জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীগামী রাজকীয় পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস বনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।