২৪ ঘণ্টায় দেড় কি.মি. সড়ক কার্পেটিং করিয়ে নিলেন মেয়র

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলার ধামরাই পৌর মেয়র গোলাম কবির নিজে উদ্যোগ নিয়ে ৩২ ফুট চওড়া দেড় কিলোমিটার সড়ক কার্পেটিং করালেন ২৪ ঘণ্টায়। এ সময় সড়কের সৌন্দর্য বাড়াতে স্ট্রিট লাইটও লাগানো হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভা আয়োজিত এক আলোচনা সভা শেষে সড়কটি উদ্বোধন করেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। পরে তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জানা গেছে, অতিবৃষ্টি আর বন্যায় ধামরাই পৌরসভার প্রধান সড়ক যাত্রাবাড়ী মাঠ থেকে শরীফবাগ বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খনাখন্দের কারণে চলাচলে অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি নজরে নিয়ে পৌরসভার মেয়র গোলাম কবির পৌরবাসীদের সার্বিক সহযোগিতা নিয়ে মাত্র ২৪ ঘণ্টায় কার্পেটিংয়ের কাজটি শেষ করেন। এ সময় তিনি পৌরসভার সড়ক সৌন্দর্য বাড়াতে বর্ণিল সাজে সাজাতে এ দেড় কিলোমিটার সড়কের পাশে ৫৪টি স্ট্রিট লাইট লাগান তিনি। এখন দিনের মতো রাতেও আলোতে ঝলমল করে পৌরসভা। সকালে এক আলোচনা সভার মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম কবির। এ সময় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌরসভার মেয়র গোলাম কবির জানান, 'পৌরবাসীর সুবিধার্থে চ্যালেঞ্জ নিয়ে ২৪ ঘণ্টায় দেড় কিলোমিটার পাকা সড়কের কাজ শেষ করেছি। সঙ্গে দিয়েছি স্ট্রিট লাইট। এখন দিনের মতো রাতেও জনগণ নির্ভয়ে চলাচল করতে পারবে।' তিনি সব সময় পৌরবাসীর পাশে আছেন বলে জানান।