রাজস্থলীতে বিনামূল্যে সবজি বীজ পেলেন ২০০ কৃষক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে ক্ষতিকারক তামাকের বিকল্প চাষ হিসেবে উপজেলার বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের উপকারভোগী প্রান্তিক ২০০ চাষির মধ্যে বিনামূল্যে ৯ ধরনের ২৭৫ কেজি শীতকালীন সবজি বীজ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে সম্প্রতি বিশ্ব খাদ্য দিবসে এ বীজ দেওয়া হয়। ইউএনও শেখ ছাদেকের সভাপতিত্বে ও মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, সাংবাদিক আজগর আলী, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।