রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার উপজেলার রূপসী গাজী ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতির দর্পণ। অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিক ব্যাধিসহ সব অনিয়ম জাতির কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে। মন্দের পাশাপাশি ভালো সংবাদকেও গুরুত্ব দিতে হবে। তবেই জাতি সাংবাদিকতার সুফল পাবে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল আলম মামুন, হানিফ মোলস্না, অর্থসম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, এ আর ইব্রাহিম, কাউছার আহমেদ, আলম হোসেন, রাশেদুল ইসলাম, রনি আহমেদ, বি এম আবুল হাসনাত, শরিফ হোসেন, ফায়িম, ইমন মিয়া, সাজিদ প্রমুখ। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।