ইউএনওর নম্বর ক্লোন করে টাকা আদায়ের চেষ্টা

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর (০১৭৩০-৩৩১০৭৪) ক্লোন করে টাকা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। শুক্রবার রাতে বিষয়টি বুঝতে পেরে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইউএনও। জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা ওই নম্বর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কল করে ইউএনও অসুস্থ দাবি করে বিকাশের মাধ্যমে টাকা সহযোগিতা চায়। এমনটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, প্রতারক চক্র যাদের কাছে টাকা চেয়েছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাই কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারেনি। থানায় একটি জিডি করেছি। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।