সরকার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত :কৃষিমন্ত্রী

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

হাফিজুর রহমান, ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধ্যপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও দুস্থদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি -যাযাদি
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশে সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত। এ সরকারের আমলে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি দেখা দেবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দ্রম্নত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়াম হল রুমে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও দুস্থদের মধ্যে টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুর উপজেলা পরিষদের অর্থায়নে ২৫৮ জন শিক্ষার্থীকে ১৫শ টাকা করে উপবৃত্তি এবং ১৭ জন দুস্থ ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জনপ্রতি ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরমেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রশিদসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় মধুপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী পুলিশ সুপার মধুপুর (সার্কেল) কামরান হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল প্রমুখ। , মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।