কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল থেকে ১৯৬৯ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা পরে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বরচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার ইলেক্ট্রিশিয়ান সাহান মিয়া নিজ বাড়ির আঙিনায় একটি পুকুর খনন শুরু করেন। খননের একপর্যায়ে শুক্রবার বিকালে প্রায় ১০ ফুট নিচে গোলাকার লোহারমতো একটি বস্তু দেখতে পায় মাটি শ্রমিকরা। বস্তুটি শ্রমিকেরা চিনতে না পারায় সাহান মিয়াকে জানান। তাৎক্ষণিক সাহান মিয়াসহ স্থানীয় লোকজনও জড়ো হন। কুলাউড়া থানা পুলিশের একটি টিম সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং ৫০-৫২ বছর আগের। দেখে মনে হচ্ছে এটি অকেজো হয়ে গেছে।