বাসাইলে তিন মুক্তিযোদ্ধার বাড়িঘর ঝিনাই নদীর পেটে

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় গ্রামে ঝিনাই নদীর ভাঙনে তিন মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে বাড়িঘরসহ সর্বস্ব হারিয়ে ওই তিন পরিবারের ২৮ সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, নদীর পানি কমতে থাকায় কাশিল ইউনিয়নের দাপনাজোড় অংশে সম্প্রতি ঝিনাই নদীর বামতীরে তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনে দাপনাজোড় পূর্বপাড়ার বীর মুক্তিযোদ্ধা জোয়াহের আলী খান (৮৫), খন্দকার বদিউর রহমান (৮০) ও মরহুম খন্দকার ছানোয়ার হোসেনের বসতবাড়ির ৬টি টিনশেড ঘর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে আরও ৫টি বসতঘর নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। চার ছেলে ও দুই মেয়ের জনক স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জোয়াহের আলী খান জানান, পানি কমতে থাকায় বৃহস্পতিবার থেকে দাপনাজোর অংশে ঝিনাই নদীর ভাঙন শুরু হয়েছে। দ্রম্নত ভাঙনে তারা বসতঘর ও আসবাবপত্রও সরিয়ে নিতে পারেননি। কয়েক মুহূর্তে তার বসতঘরসহ বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি পরিবারের নাতি-নাতনিসহ ১৬ জন সদস্য নিয়ে ভেঙে যাওয়া ঘরের অর্ধাংশে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বসবাস করছেন। স্থানীয় জুলফিকার আলী, খন্দকার আবুল হোসেন, রফিক খান, খন্দকার ইরানসহ অনেকেই নদী ভাঙনের আশঙ্কায় বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া জানান, ঝিনাই নদীর তীব্র স্রোতে দাপনাজোড় পূর্বপাড়ার তিন মুক্তিযোদ্ধার বাড়িসহ ১০-১২টি বাড়ি ভেঙে গেছে। বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না জানান, তিনি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।