হত্যা নির্যাতন ও মাদকের অপরাধে গ্রেপ্তার ২৪

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
দেশের ছয় জেলায় হত্যা নির্যাতন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনা, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : সাঁথিয়া (পাবনা) :পাবনার সাঁথিয়ায়  স্বামীর যৌতুকের লালসায় নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন নার্গিছ খাতুন (৩১) নামে এক স্কুল শিক্ষিকা। তিনি সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী সাগরকান্দি উচ্চবিদ্যালয়ের সহ-শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে উপজেলা যশমন্তদুলিয়া গ্রামে। এ ঘটনায় ওই শিক্ষিকার বাবা হোসেন আলী শেখ বাদী হয়ে শুক্রবার রাতে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই থানা পুলিশ আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। নাটোর : নাটোরের প্রতিবন্ধী ভ্যানচালক বিদু্যৎ হত্যার অভিযোগে রিপন হোসেন ও দুলাল প্রামাণিক নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের নিজ বাড়ি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত ভ্যানটি সদর উপজেলার গোকুল নগর এলাকার এক মেকারের দোকান থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের আক্কাস আলীর ছেলে এবং দুলাল প্রামাণিক একই এলাকার শুকুর প্রামাণিকের ছেলে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লাউর ফতেহপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শাহিন (২২) ও সাধারণ সম্পাদক শামিম মিয়া (২১)। শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সভা ও সংঘর্ষের ঘটনায় তাদের প্রেপ্তার করা হয়। গুরুদাসপুর (নাটোর) : পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজাপ্রাপ্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে নাটোর পুলিশ সুপারের নির্দেশে ওসি মো. আ. রাজ্জাকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানের এক জন সাজাপ্রাপ্ত ও জিআর এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. রাজ্জাক জানান, নাটোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামিদের নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ আড়াই হাজার টাকাসহ মো. পিন্টু মিয়া (১৯) ও মো. হোসনে মোবারক সবুজ (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেনর্ যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার ও ২ মাদক পাচারকারীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার ভোরে উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের ইব্রাহীম মিয়ার বাড়ির বসতঘরের খাটের নিচ থেকে এসব গাঁজা উদ্ধার হয়। এ সময় রাজাপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে সুলেমান (২৮) ও আমোদাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৭)কে আটক করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় সামাদ শেখ (৩০) নামে একজনকে কুপিয়ে জখম করিয়েছে প্রথম স্ত্রী জিন্না বেগম। এ ব্যাপারে বোয়ালমারী থানায় শনিবার দুপুরে মামলা করেছেন আহত সামাদ শেখের বাবা সাঈদ শেখ। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিটুল শেখের নিজ বাড়ি থেকে রাতে প্রথম স্ত্রী জিন্না বেগম (৩০) ও তার ভগ্নিপতি লুৎফর রহমান বিটুল শেখকে (৪০) আটক করেছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফজলুল হক হত্যা মামলায় হত্যাকারী মা-ছেলেকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। শুক্রবার হত্যাকান্ড ঘটার সঙ্গে সঙ্গে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা বেগম (৩৮)কে এবং শনিবার বিকেলে তার ছেলে সাকিব (২০)কে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলার প্রধান আসামি নিহতের ছোট ভাই এবাদুলস্নাহ পলাতক রয়েছে।