জয়পুরহাট আইনজীবী ফোরামের সম্মেলন

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা ইউনিটের সম্মেলন আইনজীবী ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সম্মেলনের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৬৮ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট প্রদান করেন। সম্মেলনে আলহাজ অ্যাডভোকেট ছালামত আলী সভাপতি ও অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এএইচএম মোজাহিদুল ইসলাম রাজু ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি নির্বাচিত হন। সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বারের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ, অ্যাডভোকেট আব্দুস সালাম ও অ্যাডভোকেট আবু সুফিয়ান পলাশ।