সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে ১১তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

সাভার প্রতিনিধি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ১৭:৪৭

অনলাইন ডেস্ক

নতুন পরিকল্পনা, নতুন উদ্যম, সবাই হব সক্ষম এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মত সাভারে বাংলাদেশ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে পালিত হয়ে গেল ১১তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

 

সি আর পি এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এ্যাসোসিয়েশন (বি ও টি এ) এর একটি সস্মিলিত প্রয়াসে থেরাপি দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে সিআরপি ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এসময় র‌্যালি থেকে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়। বরাবরের মত এবার ও বিশ্বের ৯২ টি দেশের সাথে বাংলাদেশে ও উদযাপিত করা হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। 

 

এ সময় প্রতিবন্ধি ব্যাক্তিদের নিয়ে একটি হ্ইুলচেয়ার বাস্কেট বল খেলার আয়োজন করা হয়।

 

এছাড়া প্রতিবন্ধি শিশুসহ সকল বয়সী মানুষকে নানা ভাবে থেরাপী দিবসে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ জুলকার নায়েন, ডা: রোকসানা আক্তার,আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।