সবুজায়নের বিকল্প নেই পানিসম্পদ সচিব

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সবুজায়নের বিকল্প নেই। প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ৩টি করে বৃক্ষরোপণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা শহরের মগড়া নদীর পাড়ে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।