সড়কে প্রাণ গেল ৭ জনের

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃতু্য হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ২, গোপালগঞ্জে ১, নীলফামারীর ডিমলায় ৩ ও কুষ্টিয়ার কুমারখালীতে ১ জন মারা যান। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : রাজশাহী : রাজশাহীর মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর উপজেলার উজালখলসী এবং মোহনপুরের বিদিরপুর বাজারের এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের জেকের আলীর ছেলে আবদুস সালাম (৪০) ও মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাসির উদ্দিন (৩৮)। দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কণা জানান, সকালে দুর্গাপুর থেকে তাহেরপুরের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সালাম গুরুতর আহত হন। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এদিকে, মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস বিদিরপুর বাজারে পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপস্নব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, রামদিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ওলিউর রহমান বিপস্নব উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু (২১), নিতাই চন্দ্রের ছেলে দীপ্ত (২১) ও দিনাজপুরের ফুলবাড়ী এলাকার প্রসেনজিৎ (২৫)। জানা যায়, একটি মোটরসাইকেলে তিন বন্ধু তিস্তা ব্যারাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ওই ইউনিয়নের সোনাখুলী সস্নুইস গেটের কাছে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মো. হাতেম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত আব্দুলস্নাহর ছেলে। কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ওইদিন রাতে হাতেম আলী সাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।