তিন লাশ উদ্ধার

শ্রীবরদীতে বৃদ্ধ খুন, রায়পুরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
শেরপুরের শ্রীবরদীতে এক বৃদ্ধ খুন হয়েছেন। অপরদিকে, লক্ষ্ণীপুরের রায়পুরে গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এদিকে, জামালপুরের বকশীগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ এবং নরসিংদীর রায়পুরায় বৃদ্ধাসহ তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর: শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আজগর আলী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকায় নিহতের গোয়ালঘরে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় আজগর আলী গোয়ালঘরে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে দুর্বৃত্তরা তার গোয়ালঘরে প্রবেশ করে লাঠি দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করে। এতে তার মাথার মগজ বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। সকালে তার স্ত্রী তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রায়পুর (লক্ষ্ণীপুর) : লক্ষ্ণীপুরের রায়পুরে সুমি বেগম (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চর আবাবিল গ্রামের রিকশাচালক মো. কিরণের স্ত্রী। বুধবার ভোরে পৌরশহরের দুই নম্বর ওয়ার্ডের খাল পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রাম থেকে হাবিবা আক্তার স্মৃতি (২৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। হাবিবা আক্তার বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের হাবিজল মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বামী আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। জানা যায়, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রামের মনোহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫) তার স্ত্রী হাবিবা আক্তার স্মৃতিকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। মঙ্গলবার রাতেও গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করেন। বুধবার সকালে ঘরে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা লাশ উদ্ধার এবং স্বামী আক্তার হোসেনকে আটক করে। নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে নিখোঁজের চারদিন পর মঙ্গলবার মিশুকচালক সেজুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই রাজু আহমদ। জানা যায়, আসামিরা গত ২৩ অক্টোবর রাতে আবেদ উলস্নাহ সেজুর মিশুক ভাড়া নেয়। এরপর থেকেই সেজু নিখোঁজ ছিলেন। চারদিন পর পৌর এলাকার পূর্ব তিমিরপুরের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরা পৌরসভার তুলাতলী এলাকায় একটি ধানক্ষেত থেকে ফালু বিবি নামে ৮৫ বছর বয়সি এক বৃদ্ধ মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত আবদুল আজিজ মোলস্নার স্ত্রী। বুধবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে সাত্তার মোলস্না জানান, গত প্রায় দুই বছর আগে ছোট ভাই কাজল মোলস্না দুই সন্তানসহ আত্মহত্যার ঘটনার পর থেকে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রায়ই ঘর থেকে বেড়িয়ে পড়তেন। তেমনি বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ সাতদিন পর তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।