সান্তাহারে ৩২ বছরেও পাকাকরণ হয়নি সড়ক

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার পোঁওতা রেলগেট থেকে বড় মসজিদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি দীর্ঘ ৩২ বছরেও পাকাকরণ কিংবা সংস্কার করা হয়নি। ফলে ওই মহলস্না দিয়ে ছোট যানবাহনসহ জনসাধারণ চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ভোগে পড়ছেন। একটু বৃষ্টিপাতেই সড়ক কাদাপানিতে সয়লাব হয়ে পড়ে। জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সড়কটি পাকাকরণ করার প্রতিশ্রম্নতি দিলেও বাস্তবায়ন হয় না বলে এলাকাবাসীর অভিযোগ। পোঁওতা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সান্তাহার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন রাস্তাসহ নানামুখী উন্নয়ন হলেও এই ওয়ার্ডের প্রতি নজর নেই জনপ্রতিনিধিদের। ফলে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জানা যায়, আদমদীঘির সান্তাহার পৌরসভা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে প্রথম শ্রেণিতে স্থান পেয়েছে। অথচ এই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পোঁওতা এলাকার রেলগেট থেকে বড় মসজিদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ইট বিছানো সড়কটি ৩২ বছরেরও পাকাকরণ করা হয়নি। ফলে এই রাস্তা দিয়ে ছোট যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা এই সড়ক পাকাকরণের প্রতিশ্রম্নতি দিলেও অদ্যাবধি বাস্তবায়ন করতে পারেনি। বর্তমানে একটু বৃষ্টিতে সড়কে কাদা পানিতে সয়লাব হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে এই সড়কটি পাকাকরণের জন্য ভুক্তভোগীদের দাবি। সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, পোঁওতা রেলগেট থেকে বড় মসজিদ পর্যন্ত সড়ক পাকাকরণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই পাকাকরণ কাজ শুরু হবে।