ব্রাহ্মণবাড়িয়ার চার সরকারি হাসপাতালে নেই রেডিওগ্রাফার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

মো. বাহারুল ইসলাম মোলস্না, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষায়িত বক্ষব্যাধিসহ চারটি সরকারি হাসপাতালে এক্সরে মেশিন চালানোর জন্য রেডিওগ্রাফার (টেকনোলজিস্ট রেডিও) নেই। এ ছাড়া একটি হাসপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। এর ফলে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিরুপায় হয়ে রোগীরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে চড়ামূল্যে এক্সরে করাতে বাধ্য হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৯ উপজেলার মধ্যে আটটিতে স্বাস্থ্য কমপেস্নক্স রয়েছে। এর মধ্যে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটির সেবা কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। ইনডোরে রোগী দেখা হলেও কাউকে ভর্তি করা হয় না। চালু থাকা সাতটির মধ্যে আশুগঞ্জ, নাসিরনগর ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এক্সরে মেশিন চালানোর জন্য রেডিওগ্রাফার নেই। এদিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে রেডিওগ্রাফার থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে। এ ছাড়া জেলার একমাত্র বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতালের এক্সরে মেশিনটি চালানোর জন্য দীর্ঘদিন ধরে রেডিওগ্রাফার নেই। এ অবস্থায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি আবদুন নূর বলেন, জেলার বিশেষায়িত হাসপাতাল বক্ষব্যাধিসহ চারটি সরকারি হাসপাতালে এক্সরে মেশিন চালানোর জন্য রেডিওগ্রাফার না থাকা ও আখাউড়া স্বাস্থ্য কমপেস্নক্সের এক্সরে মেশিনটি বিকলের কারণে সাধারণ রোগীরা ভোগান্তি পোহাচ্ছেন। তারা চড়ামূল্যে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকগুলো থেকে এক্সরে করাচ্ছেন। তিনি অবিলম্বে রেডিওগ্রাফার নিয়োগ ও বিকল হওয়া এক্সরে মেশিন মেরামত করার দাবি জানান। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একরাম উলস্নাহ বলেন, ২৫০ শষ্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটি দেখাশোনার জন্য একজন তত্ত্বাবধায়ক আছেন। এ ছাড়া জেলার ৯ উপজেলার মধ্যে আটটিতে স্বাস্থ্য কমপেস্নক্স থাকলেও বিজয়নগর হাসপাতালে এখানো সেবা কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। তিনি আরও বলেন, গত ২২ অক্টোবর আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের রেডিওগ্রাফার গোকুল চন্দ্র মন্ডলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বদলি করা হয়েছে। সিভিল সার্জন বলেন, চারটি হাসপাতালের রেডিওগ্রাফার নিয়োগ ও আখাউড়া স্বাস্থ্য কমপেস্নক্সের এক্সরে মেশিনটি মেরামত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। আশা করছেন, শিগগিরই বিষয়গুলোর সমাধান করা যাবে।