শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি  শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় এরূপ সুদৃশ্য ভবন নির্মিত হলে একদিকে শ্রেণিকক্ষের সংকট দূর হবে  এবং অন্যদিকে শিশুরা বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হবে, যার ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। বুধবার গাজীপুরের কালিয়াকৈরের মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী কালিয়াকৈরে উপজেলার বেনুপুর, বাংগুরী, চাঁপাইর পশ্চিম, রামচন্দ্রপুর, আমদাইর এলাকায় আরও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কালিয়াকৈর উপজেলায় ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রকল্প চলমান আছে। এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা প্রকৌশলী সরকার মো. সাজ্জাদ কবীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।