বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
চার জেলায় ৪ লাশ উদ্ধার

গৌরীপুরে বৃদ্ধকে গলাটিপে হত্যা

স্বদেশ ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

ময়মনসিংহের গৌরীপুরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। অপরদিকে, চাঁদপুর, পাবনা, ময়মনসিংহের ত্রিশাল ও জামালপুরের সরিষাবাড়ী থেকে আরও চার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রী-সন্তানদের সামনে গলাটিপে জাকের পার্টির নেতা বৃদ্ধ আব্দুল মোতালেবকে (৬০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, নিহত বৃদ্ধের পরিবারের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের ছেলে জুয়েল মিয়া বলেন, ঘটনার দিন সকালে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা তাদের দুই ভাইকে আটকে রেখে প্রকাশ্যে তার বাবাকে দুই হাত দিয়ে গলাটিপে ধরে ঝুলিয়ে রাখে। এতে তার বাবার মৃতু্য হয়।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সামছুন্নাহার (৬৫) নামের এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাইশপুর এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে পুলিশ মৃত বৃদ্ধার ভাইয়ের ছেলে পারভেজ নামের এক যুবককে আটক করেছে। মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ জানান, শামসুন্নাহার তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। ঘটনার দিন সকালে নিহতের ছোট ভাই মৃত বোরহান উদ্দিন মুন্সির ছেলে পারভেজ তার ফুফুর সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। একপর্যায়ে পারভেজ তার ফুফু শামসুন্নাহারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যান। এরপর সামছুন্নাহারের কোনো দেখা পাওয়া যায়নি। সন্ধ্যার সময় তার ঘরের দরজা বন্ধ পেয়ে তা ভেঙে ভেতরে গিয়ে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই মতলব ব্রিজের কাছ থেকে অভিযুক্ত পারভেজকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের কারণ জানা যাবে।

পাবনা : পাবনার চাটমোহরে মায়ের কাছে নতুন মোবাইল ও বাসায় ইন্টারনেট ওয়াইফাই সংযোগ চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুশফিকুর রহিম (১৫) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার আফ্রাতপাড়ায়।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার আফ্রাতপাড়ার দুবাই প্রবাসী আব্দুল মজিদ ও স্কুল শিক্ষিকা মমতাজ খাতুনের ছেলে মুশফিকুর রহিম নতুন মোবাইল ফোন ও বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে। মুশফিকের মা এখনই তাকে মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানান। এতে সে অভিমান করে বিকালে শোবার ঘরের সেলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে বুধবার দুপুরে সৎ মায়ের ঘরের খাটের নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর মা-বাবা ও সৎ মাকে আটক করেছে।

জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ার পাড় গ্রামের রাজিবের শিশুপুত্র মাজহারুল ইসলামকে (৫) খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুর দাদি দুপুর ১২টায় তার সৎ মায়ের ঘরে গেলে খাটের নিচে মাজহারুলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও মৃতের বাবা রাজিব মিয়া, সৎ মা কাকলী এবং নিজ মা মাহফুজা আক্তারকে আটক করে। ত্রিশাল থানার এসআই আব্দুস সাত্তার জানান, আটকদের জবানবন্দির ভিত্তিতে মামলা হবে।

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার খোকন মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। খোকন উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের রোস্তম আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, খোকন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। সে গত সোমবার সকালে চর জামিরা বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে বুধবার খোকনের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার চর জামিরা বাজারের পাশে এক পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে খোকনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<117234 and publish = 1 order by id desc limit 3' at line 1