টমেটোর গোড়াপচা রোগে হতাশ গোদাগাড়ীর কৃষক

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বরেন্দ্র উপজেলা গোদাগাড়ীতে রবি মৌসুমে টমেটোর ব্যাপক আবাদ হয়। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন টমেটোর ক্ষেত। এবারের মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রচন্ড ভ্যাপসা গরমে টমেটো গাছের গোড়া পচে গিয়ে মরে যাচ্ছে। পাতা কুঁকড়ে থাকা ও ফুল ঝরে যাওয়ায় কৃষকরা পড়েছেন দুর্ভাবনায়। কৃষকরা এসব কাটিয়ে উঠতে বালাইনাশক ওষুধ ব্যবহার করেও তেমন সুফল পাচ্ছেন না। গাছ লাগানোর দেড় থেকে দুই মাস পার হলেও ফলের দেখা মেলেনি। এতে কৃষকরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। গোদাগাড়ী পৌর এলাকার কৃষক মো. মিজানুর রহমান জানান, টানা বর্ষণের কারণে গাছের গোড়ায় পচন দেখা দিয়েছে। এতদিনে গাছ বড় হলেও ভাইরাস আক্রমণের কারণে পাতা কুঁকড়ে ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় ফল উঠে যাওয়ার কথা তবুও তার দেখা মিলছে না। কৃষক মজিবুর জানান, এবার টমেটোতে ভাইরাসজনিত রোগ বেশি। কৃষকরা ক্ষতির মধ্যেই আছেন। কৃষি কর্মকর্তারা মাঠে এসে পরিদর্শন করে সমস্যা সমাধানে পরামর্শ দিচ্ছে বলে জানান। গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মতিয়র রহমান বলেন, 'এখানে আমরা টমেটোর জন্য পরিবেশগত সমস্যার মুখোমুখি হয়েছি। অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের কারণে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা এখন খুব সিরিয়াস পর্যায়ে নেই। প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও কৃষক সমাবেশ করে যাচ্ছি, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।'