খানসামায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডোমটারী এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দক্ষিণ বালাপাড়া ডোমটারী মোড় ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুন্দুপুকুর সূর্যমুখী ক্লাব, নীলফামারী বনাম আরাজী জুগীরঘোপা পাকেরহাটের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, যুবলীগ নেতা প্রভাষক হাজ্জাজ আল হাদী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম প্রমুখ।