মেহেরপুরে অতি বর্ষণে শিম চাষে ফলন বিপর্যয়

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

গোলাম মোস্তফা, মেহেরপুর
মেহেরপুরে চলতি মৌসুমে অতি বর্ষণে আগাম শিম চাষে ফলন বিপর্যয়ের মধ্যে পড়েছেন চাষিরা। অতিরিক্ত বৃষ্টির পাশাপাশি গরম আবহাওয়ার কারণে গাছে ফুল জালি পড়লেও পচে যাচ্ছে। সঙ্গে যোগ হয়েছে পাতামরা রোগ। এসব রোগ প্রতিরোধে বিভিন্ন ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে শিমের ফলন কম হলেও বাজারে চাহিদা ও মূল্য ভালো থাকায় লাভের আশা করছেন চাষিরা। প্রতিবছরই শীত আসার আগে মেহেরপুরের চাষিরা আগাম শিমের চাষ করে থাকেন। এ সময় সবজির ব্যাপক চাহিদা থাকায় চাষিরা শিমের মূল্য পান বেশি। শুধু শিম চাষ করে এখন অনেক চাষি আর্থিকভাবে স্বাবলম্বী। কিন্তু চলতি মৌসুমে অতি বর্ষণে আগাম শিম চাষে ফলন বিপর্যয়ের মধ্যে পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টির পাশাপাশি গরম আবহাওয়ার কারণে গাছে ফুল জালি পড়লেও পচে যাচ্ছে। সেই সঙ্গে পাকা ও পাতামরা রোগ দেখা দিয়েছে। এসব রোগ প্রতিরোধে বিভিন্ন ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে শিমের ফলন কম হলেও বাজারে চাহিদা ও মূল্য ভালো রয়েছে। কৃষি বিভাগের হিসাবে এবার জেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে। বর্তমানে ব্যবসায়ীরা চাষিদের কাছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে শিম কিনে দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে। জেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ জানান, আবহাওয়ার কারণে এই রোগটা দেখা দিয়েছে। শীত শুরু হলেই এই রোগ কেটে যাবে এবং ফলন ভালো হবে। বাজারে শিমের ভালো দাম আছে। তাই চাষিরা লাভবান হবে।