মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতীয় সার উদ্ধার

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মুজিবনগর প্রতিনিধি
সীমানার ওপার থেকে চোরাচালানে আসা ৪৬৫ কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার উদ্ধার করেছে বিজিবি। বডার্র গাডর্ ব্যাটালিয়ন (বিজিবি) মুজিবনগরের নাজিরাকোনা বিওপির এক অভিযানে মঙ্গলবার দিনগত রাতে খলশাগাড়ি রাস্তার পাশ থেকে ভারতীয় এ সার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের টিএসপি সারের চেয়ে ভারতীয় টিএসপির মান কম। তাই চোরাচালানিরা এদেশে আনতে পারে। ওই সার আদৌ ভেজাল কিনা তাও জানেন না চাষিরা। তাই ভারতীয় এসব সার ব্যবসার ও চোরাচালান বন্ধের দাবি কৃষি কমর্কতাের্দর।