প্রতিবন্ধী শিশু ধষর্ণ মামলায় যুবককে যাবজ্জীবন

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরে প্রতিবন্ধী শিশু ধষর্ণ মামলায় আলাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন দিয়েছে আদালত। বুধবার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এই আদেশ দেন। দÐপ্রাপ্ত আলাল সদর উপজেলার জংলী মÐলপাড়া গ্রামের মৃত সাইবুল্লাহর ছেলে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর সাহাজাহান কবির জানান, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার জংলী মÐলপাড়া গ্রামের মোহম্মদ ইসলাম আলীর প্রতিবন্ধী শিশুকন্যা ইতি খাতুনকে আলার ধষর্ণ করেন। দীঘির্দন মামলার স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত আলালকে যাবজ্জীবন কারাদÐ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।