বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় মুলার কেজি ১০ টাকা

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২০, ০০:০০

বগুড়ার দুপচাঁচিয়ায় মুলার দাম কমে গেছে। বাজারে প্রতি কেজি মুলা ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। যা সপ্তাহ পূর্বে ছিল ৫০ থেকে ৬০ টাকা।

মঙ্গলবার সকালে উপজেলার তালোড়া পৌর এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ভালো মানের মুলা ১০ টাকা কেজি, আর দাগ আছে এমন মুলা ৮ টাকা কেজি দরে বিক্রি করছে দোকানিরা। শুধু মুলা নয়, এ বাজারে অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে। খুচরা বিক্রেতারা বলছেন বাজারে এখন সবজির আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। বর্তমানে প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, সিম ৬০ টাকা, পটল ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি ফুল কপি ও বাঁধাকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে স্বাভাবিক মূলের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো ও আলু। প্রতি কেজি টমেটো ১৪০-১৫০ টাকায় এবং আলু ৪০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা খোকন তরফদার ও অশোক কুমার দাস জানান, কয়েকদিন আগের চেয়ে বর্তমানে সবজির দাম কিছুটা কমেছে। আশা করছি মৌসুমি সবজির দাম আরও কমে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে