মাদারীপুরে বন্যায় মাল্টা বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

মনজুর হোসেন, মাদারীপুর
মাদারীপুরে চলতি বছরের বন্যায় মাল্টা বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে মাল্টা গাছ মারা যাওয়ায় শিবচরের তরুণ দুই উদ্যোক্তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পানিতে মাল্টা গাছ মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিকরা। বন্যার পানি চলে যাওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্তরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার কৃষকদের বিভিন্ন মাধ্যমে উদ্বুদ্ধকরণের ফলে প্রতি বছরই নতুন নতুন মাল্টা বাগান তৈরি হচ্ছে। চলতি বছর জেলায় ১০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। বর্ষায় শিবচরে বন্যা বেশি হওয়ায় সেখানকার মাল্টা বাগানের কিছুটা ক্ষতি হয়েছে। উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মাল্টা বাগান মালিক ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন বলেন, ২০১৭ সালের শেষে ৯০ শতাংশ জমিতে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে বাগান তৈরি করেন। বাগানের সাড়ে তিন শতাধিক গাছের মধ্যে প্রায় দেড় শতাধিক গাছে মাল্টার ফলন ধরেছিল। লেবু গাছে লেবু হয়েছে। কিছু আম গাছেও আম ধরেছিল। চলতি বছরের বন্যায় বাগানের সাড়ে তিনশ' মাল্টা, লেবু, আম, লিচু, পেয়ারা, বড়ইসহ বিভিন্ন ধরনের প্রায় ছয়শ' গাছ মারা গেছে। এখন পর্যন্ত কৃষি কর্মকর্তাসহ কোনো সরকারি কর্মকর্তা তার বাগান দেখতে আসেননি বলেও তিনি অভিযোগ করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, বন্যায় কৃষকের ধান, পাটের সঙ্গে অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দিতে ১০৪ কোটি টাকার অনুদান পাওয়া গেছে। অনুদানের টাকায় সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে। মাল্টাসহ কোনো ফল বাগানের মালিক বন্যার ক্ষতিপূরণের আওতায় আসেনি।