কালাইয়ে চলছে শেষ সময়ের আলু রোপণের ব্যস্ততা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ের কৃষকরা আমন ধানের ভালো দাম পেয়ে এখন আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। এখন চলছে শেষ পর্যায়ের আলু রোপণের ব্যস্ততা। কৃষকদের আশা, ধানের মতো ভালো দামে আলুও কিনবে সরকার। সরেজমিন দেখা গেছে, কালাই পৌরসভাসহ উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই, উদয়পুর, পুনট ও জিন্দারপুর ইউনিয়নের কৃষকরা এখন শেষ পর্যায়ের উন্নত জাতের- অ্যারিস্ট্রিক, কার্ডিনাল, ডায়ামন্ড, লরা, ক্যারেজ এবং দেশি জাতের পাকরি, পাহারি পাকরি, বট পাটরি, তেল পাকরি, ফাটা পাকরি, রোমানা ও জাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। মৌসুমের শুরুতে তারা আগাম জাতের মিইজিকা, গ্রানোলা, ফ্রেসসহ অন্যান্য জাতের আলু রোপণ করেছেন। কৃষি বিভাগ জানায়, উপজেলায় এবার আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ১০০ হেক্টর জমিতে। এ পর্যন্ত অর্জন হয়েছে ৮ হাজার হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ দিনের মধ্যেই রোপণ শেষ হবে। উপজেলার থুপসাড়ার কৃষক আব্দুল মোমিন, আব্দুল জলিল এবং খোসালপুর নওপাড়ার তাইজুল ইসলাম জানান, আমন ধানের দাম ভালো পাওয়ায় আলুর কাঙ্ক্ষিত দাম পাওয়ার আশায় তারা রোপণ করেছেন। তাদের বিশ্বাস, সরকারের সুদৃষ্টির ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে তাদের দাবি, আলুর ভালো দাম নিশ্চিত করতে সরকারকে বিদেশ থেকে আমদানি বন্ধ ও বিদেশে বেশি বেশি রপ্তানির উদ্যোগ নিতে হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, ভালো ফলন পেতে চাষিদের শুরুতেই বীজ শোধনের জন্য আলু কাটার পরে তাতে ভালো মানের ছত্রাকনাশক (কার্বেনডাজিম) যেমন- নইন, ভিটাভেক্স বা আরবা স্প্রে করতে হবে। আলুচাষিদের যেকোনো সমস্যায় কৃষি বিভাগ নিয়মিত যোগাযোগ, উঠান বৈঠক ও মাঠ সভার মাধ্যমে সব সময় তাদের পাশে থাকবে।