ভূমি-গৃহহীনদের তালিকা হয়েছে -ডা. এনামুর

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

সাভার প্রতিনিধি
এনামুর রহমান
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা তৈরি করেছেন। এর মধ্যে যাদের ভূমি নেই তাদেরকে ভূমি এবং যাদের ভূমি আছে গৃহ নেই তাদের গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের দক্ষিণপাড়া এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির নেতাদের ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত বাথরুম নেই তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসম্মত বাথরুম করে দেওয়া হবে। পরে প্রতিমন্ত্রী ওই এলাকায় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণির মাতা পিতার কবর জিয়ারত করেন।