জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষকরা বেতন ছাড়াই পড়ান বর্ধিত শ্রেণির শিক্ষার্থীদের

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডটি ছিল ঝোপঝাড়পূর্ণ এলাকা। ওই সময় বিচ্ছিন্ন কিছু বসতি থাকলেও তা ছিল কৃষিজীবীদের খামার বাড়ি। এ কারণে ব্রিটিশ আমলে ভূমি জরিপের সময় এলাকাটির নাম রেকর্ড করা হয়েছিল জঙ্গল রাউজান। এখানে ১৯৭১ সালে প্রথম একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্কুলটি এখন উন্নীত হয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি বর্ধিত শ্রেণির পাঠদানের জন্য নতুন শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষকরাই শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরও পাঠদান করে আসছেন। জানা যায়, এই বিদ্যালয়ে এখন প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা ১৮৭ জন। এবার ষষ্ঠ শ্রেণিতে উন্নীত হবে ৩৪ জন। তিনটি বর্ধিত শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১৬৩ জন। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, সরকারি নির্দেশনায় প্রতিষ্ঠানটি নিম্নমাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হলেও বর্ধিত শ্রেণির শিক্ষার্থীদের পড়ানোর জন্য কোনো নতুন শিক্ষক নিয়োগ দেয়নি। প্রাথমিকের শিক্ষকরাই বর্ধিত তিন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। প্রধান শিক্ষক বরুন কুমার পালিত বলেন, ২০১৫ সাল থেকে এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের নির্দেশনা পাওয়া যায়। বিদ্যালয়ের ১২ জন শিক্ষক তিনটি বর্ধিত শ্রেণির শিক্ষার্থীদের সফলভাবে পাঠদান করে আসছেন। অতিরিক্ত তিন শ্রেণির পাঠদান করে আসা এসব শিক্ষক সরকার থেকে বাড়তি কোনো বেতন-ভাতা পান না। তিনি জানান, নৈশপ্রহরী থাকলেও এখন একজন পিয়ন বিদ্যালয়ের জন্য জরুরি। শিক্ষকদের অভিযোগ ও দাবির বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নিয়ে সরকারি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সবকিছুর সমাধান হবে।