পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীতে পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচিতে জেলার ৯টি উপজেলার কয়েকশ খামারিরা অংশগ্রহণ করেন। এদিন বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ সমাবেশ করেন খামারিরা। বক্তারা বলেন, বহুজাতিক কোম্পানিগুলো যখন-তখন পোল্ট্রির বাচ্চা, খাদ্য এবং ওষুধের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে সাধারণ খামারি বা ক্ষুদ্র উদ্যোক্তারা বিপাকে পড়েন। লোকসানের ফলে খামার বন্ধ করে দিচ্ছেন উদ্যোক্তারা। এর প্রতিকারে সরকার ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তব্য রাখেন জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ আরও অনেক। কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এই খাতের ব্যবসায়ীরা।