ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৭৩ জনের জরিমানা দুইজনের কারাদন্ড

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
সাতক্ষীরা, যশোরের অভয়নগর, টাঙ্গাইলের ভূঞাপুর ও সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : সাতক্ষীরা : স্বাস্থ্য বিধি অমান্যের দায়ে সাতক্ষীরায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের ৩টি পৃথক অভিযানে মোট ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা ও উপজেলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোমবার তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ জনকে এ জরিমানা করা হয়। অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় মাস্ক না পরায় ৩৩ জনকে মাস্ক পরিয়ে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। ১৫০ জনকে মাস্ক কিনতে বাধ্য করার পাশাপাশি সামর্থ্যহীন ৩০ জনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম। ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক ব্যবহার না করে ঘোরা-ফেরা করায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ জনকে দোকান থেকে মাস্ক কিনে তা জনসাধারণের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। জনগণকে সচেতন করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে মঙ্গলবার পৌরসভার জাহাঙ্গীরগাতী এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুকুরখনন কাজের ঠিকাদার মো. রাশিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুলস্নাহ। সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুলস্নাহ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘির নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে অভিযান চালিয়ে তাদের এ দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কুন্দ্রগ্রামের বালু ব্যবসায়ী আজাহার আলী (৪০) এবং বাগিচাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩০)। জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া নাগরনদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বেচা-কেনা করে আসছিল একটি মহল। মঙ্গলবার দুপুরে কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সীমা শারমিন অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আজাহার আলী ওরফে রাজাকে সাত দিন ও আমিনুল ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।