দুই জেলায় তিন খুন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাইয়ের হাতে ভাই খুন হন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও অজ্ঞাতনামা এক যুবক খুন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডা এবং সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় আনুমানিক ২৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক যুবক খুন হন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মধ্য মেড্ডার ঘটনায় পুলিশ চার যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে গত সোমবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডায় ভাতিজা মনির মিয়ার লাঠির আঘাতে বৃদ্ধ চাচা আবদুল মালেক-(৭৫) নিহত হন। নিহত আবদুল মালেক মধ্য মেড্ডার মরহুম কাশেম মিয়ার ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, মধ্য মেড্ডার আবদুল মালেক গত প্রায় দুই বছর আগে তার ভাতিজা মনির মিয়ার কাছ থেকে সুদে আড়াই লাখ টাকা নেন। সেই টাকা বর্তমানে সুদে আসলে ১০ লাখ টাকা হয়। এ নিয়ে কিছুদিন আগে এলাকায় সালিশ হয়। সালিশে আবদুল মালেক মনির মিয়াকে দুই লাখ টাকা ফেরত দিবেন বলে সিদ্ধান্ত হয়। গত সোমবার রাতে টাকা ফেরত দেয়ার নির্ধারিত দিন আবদুল মালেক টাকা পরিশোধ করতে না পারায় রাতে মনিরের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনির মালেকের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে তাকে আঘাত করে। এতে মালেক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মালেককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এ ঘটনায় ভাতিজা মনির মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের রেললাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা যুবকের জবাই করা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালর মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, এটি হত্যাকান্ড। লাশটি জবাই করা ও সারা শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর রেললাইনের পাশে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। সোমবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. শহিদ শেখের (৩৫) খালাত ভাই একই গ্রামের মালেক শেখের ছেলে মো. রবিউল শেখের মাকে নিয়ে পারিবারিকভাবে বিরোধ হয়। সোমবার সন্ধ্যায় বিরোধের একপর্যায়ে হাতাহাতি হলে এলাকাবাসী উভয়ের মধ্যে বিরোধ মিমাংসা করে দেয়। এই মিমাংসা উপেক্ষা করে সোমবার রাত ৯টার দিকে রবিউল শেখ (৪৫) চার-পাঁচ জন সঙ্গী নিয়ে রাতের অন্ধকারে মো. শহিদ শেখের (৩৫) ওপর হামলা করে। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।